উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ টেস্ট পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত >>  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, এম.পি. মহোদয় ইছামতি ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। >>  ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষা-২০২২ সালের সময় সূচী >>  উচ্চ মাধ্যমিক একাদশ (সাময়িক ) ও দ্বাদশ (নির্বাচনী) পরীক্ষা-২০২৪ এর রুটিন >>  ছুটির নোটিশ >>  উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ বার্ষি ক পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত >>  ইছামতি ডিগ্রী কলেজের ডিগ্রী পাস প্রথম বর্ষ পরীক্ষা ২০২২ সালের ছাত্র-ছাত্রীদের ইনকোর্স পরীক্ষা ও ফরম পূরণের সময়সূচী প্রকাশ : >>  ইছামতি ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা /২০২৩ এর সময় সূচী প্রকাশ। >>  সংশ্লিষ্ট সকলের অবগতির জ্ন্য জানানো জাচ্ছেযে আগামী ৬/৯/২০২৩খ্রীঃ (বুধবার) শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ থাকবে । বৃহস্পতিবার হতে প্রতিষ্ঠান যথারীতি চালু থাকবে। >>  অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জহির উদ্দিন শাহ অদ্য ৩১/০৮/২০২৩ তারিখ সকাল ৯.২০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সকল বিভাগের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ >>  ইছামতি ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক ২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার সময় সূচি প্রকাশ >>  ডিগ্রী ৩য় বর্ষের ফরম পুরন বিজ্ঞপ্তি প্রকাশ >>  একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচী >>  Welcome to Ichhamati Degree College Website >> 

Welcome to Ichhamoti Degree College

সংক্ষিপ্ত ইতিহাস:

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে বাংলার সকল জনগন যখন একজোট, তখন অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে, অত্র এলাকার তৎকালীন এম.এল.এ এম আব্দুর রহিম, শাহ্ মাহতাব উদ্দিন এবং গোলাম রহমান শাহ্, স্থানীয় ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগনেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ এলাকার কৃষক শ্রমিক, তাঁতী নাপিত, ছাত্র জনতা সকলকে সঙ্গে নিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের ইছামতি নদীর তীরে অত্যন্ত মনোরোম পরিবেশে “ইছামতি মহাবিদ্যালয়” নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠার পর হতে অদ্যাবধী সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহন করেন।পরবর্তীতে প্রতিষ্ঠানটি ১৯৯১ সালে স্নাতক(পাস)পর্যায় উন্নিত হয়ে এলাকায় উচ্চ শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা সম্পূরক কার্যক্রমেও এ প্রতিষ্ঠানের সাফল্য বরাবর উল্লেখযোগ্য। এই সাফল্যের পিছনে রয়েছে প্রতিষ্ঠানের দক্ষ প্রশাসন ও শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও মেধা। প্রতিষ্ঠানটিতে রয়েছে ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক পরিষদ এবং অত্যন্ত চৌকস স্কাউট দল।মহান ভাষা শহীদদের স্বরণে প্রতিষ্ঠানটিতে রয়েছে অত্র এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার,সুবিশাল খেলার মাঠ, প্রায় দশ হাজার বই সম্বলিত লাইব্রেরী।বিজ্ঞান শিক্ষার জন্য রয়েছে্ সমৃদ্ধ বিজ্ঞানাগার।ছাত্র-ছাত্রীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ গড়ে তোলার জন্য রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব।

Principal
অধ্যক্ষ

মোঃ শহিদুল ইসলাম
ইছামতি ডিগ্রি কলেজ
রাণীরবন্দর,চিরিরবন্দর,দিনাজপুর।

অধ্যক্ষের বাণী
Sovapoti
সভাপতি

এ কে এম শরীফুল হক
উপজেলা নির্বাহী অফিসার
চিরিরবন্দর,দিনাজপুর।

Read More

Ichhamati Degree College at a glance


 Established : 1972
 Students : 3000+
 Teachers & Staff : 50
 Groups : 4
 Academic Buildings : 3
Folllow Our Youtube Videos